Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

জেলা সদর থেকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে গুরুদাসপুর থানা ও উপজেলা পরিষদ চত্ত্বরে খামার-নাচকৈর মৌজার ০৪ নং খতিয়ানভূক্ত ১২৫ নং দাগে ৬.৬৬ একরের মধ্যে ০.০৮ একর ভূমির উপরে ০৫ কক্ষ বিশিষ্ট পাকা ভবনে এ অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ভূমি অফিসটি গুরুদাসপুর উপজেলা সদর চত্ত্বরেই অবস্থিত। ১৯৯.৪০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১টি পৌর ভূমি অফিস রয়েছে। উপজেলায় ৮৬০৮৭ টি হোল্ডিং রয়েছে। ২৫ বিঘার উর্দ্ধে ৩৬৩৬ টি এবং ২৫ বিঘার নিম্নে ৮২৪৫১ টি হোল্ডিং রয়েছে। সংস্থার হোল্ডিং সংখ্যা ১৫৭ টি। বর্তমানে এ অফিসে ১ জন সার্ভেয়ার, ১ জন প্রধান সহকারী-কাম-হিসাবরক্ষক ( mshy³ AwZwi³ †Rjv cÖkvmK (ivR¯^), bv‡Uvi g‡nv`‡qi †Mvcbxq kvLvq), ১ জন নাজির কাম-ক্যাশিয়ার, ১ জন সার্টিফিকেট পেশকার, ১ জন সার্টিফিকেট সহকারী, ১ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১ জন চেইনম্যান ( সংযুক্ত উপজেলা ভূমি অফিস, বড়াইগ্রাম, নাটোর) ও ১ জন অফিস সহায়ক মোট  ০৮ জন কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে অত্র অফিসে ১ জন কানুনগো,২ জন ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী, ১ জন নামজারি সহকারী, , ২ জন প্রসেস সার্ভার, ১ জন চেইনম্যান ও ১ জন অফিস সহায়কের পদ শূণ্য রয়েছে।